ইয়েনি নাকি লরেল শুনছেন? দিয়ে যেভাবে কানের স্বাস্থ্য পরীক্ষা করা হয় (অডিও সহ)

ইয়েনি নাকি লরেল শুনছেন? আপনি এই অদ্ভুত অডিওটি শুনে ইয়েনি নাকি লরেল শুনছেন তার উপর নির্ভর করবে আপনার কানের সোনার ক্ষমতা। Yenny or Laurel which is right

ইয়েনি (Yenny)  নাকি লরেল (Laurel) শুনছেন?

ইন্টারনেট একবার একটি অডিও ক্লিপ নিয়ে চরম মতবিরোধের সৃষ্টি হয়। সেই অডিও ক্লিপে কেউ কেউ "লরেল" শুনতে পায়। অন্যরা "ইয়ানি" শুনতে পায়। যে ক্লিপটি নিচে দেয়া আছে। আপনি নিজেও একবার শুনে নিন এবং আসে পাশে সবাইকে শোনান। তাহলেই বুঝতে পারবেন ক্লিপটি কেন এতো ভাইরাল। 

অবশেষে, এর রহস্য উদ্ঘাটন হয়। তা হলো যারা তুলনামূলক বেশি ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পারে তারা শুনবে ইয়েনি (Yenny) আর যারা কম ফ্রিকোয়েন্সির শব্দ শুনে তারা লরেল (Yenny) শুনে। অর্থাৎ যাদের কানের স্বাস্থ্য ভালো তারা ইয়েনি (Yenny) শুনবে। আর যাদের কানের স্বাস্থ্য তুলনামূলক কম ভালো তারা লরেল (Laurel) শুনবে। 

ইয়েনি নাকি লরেল ভিডিও:

একটি মন্তব্য পোস্ট করুন

এড ব্লকার Extention/Addon দেখা যাচ্ছে!
আপনার ব্রাউজারে বিজ্ঞাপন বা এড ব্লকার Extention বা Plugin ব্যবহার করছেন।
আসলে, বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আমাদের যা উপার্জন হয় তা আমাদের সাইটি চালানোর শক্তি ও উৎসাহ জাগায়। তাই অনুরোধ করছি, আপনার ব্রাউজারের Extention বা Addon থেকে আমাদের সাইটটি Whitelist করুন। ধন্যবাদ!