ইয়েনি (Yenny) নাকি লরেল (Laurel) শুনছেন?
ইন্টারনেট একবার একটি অডিও ক্লিপ নিয়ে চরম মতবিরোধের সৃষ্টি হয়। সেই অডিও ক্লিপে কেউ কেউ "লরেল" শুনতে পায়। অন্যরা "ইয়ানি" শুনতে পায়। যে ক্লিপটি নিচে দেয়া আছে। আপনি নিজেও একবার শুনে নিন এবং আসে পাশে সবাইকে শোনান। তাহলেই বুঝতে পারবেন ক্লিপটি কেন এতো ভাইরাল।
অবশেষে, এর রহস্য উদ্ঘাটন হয়। তা হলো যারা তুলনামূলক বেশি ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পারে তারা শুনবে ইয়েনি (Yenny) আর যারা কম ফ্রিকোয়েন্সির শব্দ শুনে তারা লরেল (Yenny) শুনে। অর্থাৎ যাদের কানের স্বাস্থ্য ভালো তারা ইয়েনি (Yenny) শুনবে। আর যাদের কানের স্বাস্থ্য তুলনামূলক কম ভালো তারা লরেল (Laurel) শুনবে।