ভোটার আইডির স্থায়ী/বর্তমান ভোটার ঠিকানা পরিবর্তন ও সংশোধন |
জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন, বর্তমান ঠিকানা পরিবর্তন, ভোটার স্থানান্তর, ভোটার ঠিকানা পরিবর্তন, ঠিকানার ভুল সংশোধন এ নিয়ে অনেকের মাঝে স্বচ্ছ ধারণা নেই। জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডির ঠিকানা পরিবর্তন ও ঠিকানা সংশোধন দুইটি ভিন্ন বিষয়। আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন বলতে ভোট স্থানান্তর বোঝায়। ভোটার ঠিকানা স্থায়ী বা বর্তমান যেকোনো ঠিকানায় হতে পারে। আর এই ভোটার ঠিকানাই এনআইডির পিছনে প্রিন্ট থাকে। যেটা ভোট স্থানান্তরের আবেদনে মাধ্যমে পরিবর্তন করতে হয়। অন্যদিকে ঠিকানায় গ্রামের নাম ভুল বা মুদ্রণজনিত ত্রুটির জন্য সংশোধন আবেদনের মাধ্যমে সংশোধন। যা একটি অফলাইন প্রক্রিয়া। অনলাইনে শুধু ডাকঘর চেন্জ অপশন আছে। ভোটার ঠিকানা এডিট লক থাকে সবার। তাই অনলাইনে আপনি ভোটার ঠিকানা পরিবর্তন বা স্থানান্তর করতে পারবেন না। এই টিউটোরিয়ালে আমরা ভোটার ঠিকানা পরিবর্তন এবং ঠিকানা সংশোধন কিভাবে করতে হয় জানবো।
Table of Contents
ভোটার আইডির ঠিকানা পরিবর্তন ও সংশোধন প্রক্রিয়া:
জাতীয় পরিচয় পত্রের ঠিকানা পরিবর্তনের জন্য উপজেলা নির্বাচন অফিস থেকে "ফরম ১৩" সংগ্রহ করে পূরণ করতে হবে। আইডির ঠিকানায় প্রিন্ট ও করণিক ভুল সংশোধনের জন্য "ফরম ১" এবং ঠিকানা একেবারই ভুল হলে সংশোধনের জন্য "ফরম ২" নির্বাচন অফিস থাকে সংগ্রহ করুন অথবা নিচের ডাউনলোড লিংক থাকে ফরম ডাউনলোড করে প্রিন্ট করুন।
ভোট স্থানান্তর ফরমটি পূরণ করে নির্ধারিত চেয়ারম্যান/মেয়র এর স্বাক্ষর নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা নির্বাচন অফিসে জমা করুন।
এবং ঠিকানার ভুল সংশোধনের জন্য নির্ধারিত ফরম পূরণ করে, সঠিক ঠিকানা প্রমাণক কাগজপত্রসহ নির্বাচন অফিসে জমা করুন।
NID এর ঠিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র:
NID এর ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র:
ঠিকানা পরিবর্তন ও নতুন NID প্রিন্ট:
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর (FAQ)
কিভাবে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করব?
ভোটার আইডির ভোটার ঠিকানা পরিবর্তন বা ভোট স্থানান্তরের জন্য নির্ধারিত ফরম ১৩ সংগ্রহ করে পূরণ করুন। এর পর প্রয়োজনীয় কাগজ পত্র সংযুক্ত করে ফর্মের নির্ধারিত স্থানে চেয়ারম্যান/মেয়র এর স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাচন অফিসে জমা করতে হবে। এরপর নির্বাচন অফিসে থাকে আপনার আবেদনটি অনলাইনে এন্ট্রি করা হলে একটি মেসেজ পাবেন। এর কিছুদিনের মধ্যে উপজেলা নির্বাচন অফিসার আপনার ভোটার ঠিকানা স্থানান্তরের আবেদনটি অনুমোদন করবেন। অনুমোদন হয়ে গেলে আপনার ফোনে একটি এসএমএস আসবে। তখন এনআইডির প্রোফাইলে লগইন করে রিইস্যু আবেদন করে অনলাইন হলে এনআইডি ডাউনলোড করা যাবে।
ভোট স্থানান্তর এর আবেদন ফী কত?
ভোট স্থানান্তরের কোনো ফী নেই।
ভোটার এলাকা পরিবর্তন ফরম ১৩ কোথায় পাবো?
ভোট স্থানান্তরের বা ভোট ট্রান্সফার ফরম উপজেলা নির্বাচন অফিস বা অনলাইন হতে ডাউনলোড করে নিতে পারেন। এই পোস্টে ভোট ট্রান্সফার ফরম ১৩ এর অরজিনাল ডাউনলোড লিংক দেওয়া আছে। সেখান থেকে ডাউনলোড করতে পারেন।
ভোটার এলাকা পরিবর্তন হতে কত সময় লাগে?
এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ভোটার ঠিকানা পরিবর্তনের সময় নির্ভর করে উপজেলা নির্বাচন অফিসারের উপর। আবেদন জমা করার পর অফিসের কর্মচারী ও কর্মকর্তাগণ আবেদন এন্ট্রি ও ও অনুমোদন করতে কত সময় নিবে এটা নির্ভর করে তাদের কাজের চাপ ও ইচ্ছার উপর। খুব জরুরি ভোটার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন জমার পর উপজেলা নির্বাচন অফিসারের কাছে দ্রুত করে দেয়ার জন্য অনুরোধ করতে পারেন।
ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তন হলে আইডিকার্ড কোথায় পাবো?
জাতীয় পরিচয়পত্রের ভোটার ঠিকানা পরিবর্তনের পর অনলাইন হতে আইডি কার্ড ডাউনলোড করতে হয়। এর জন্য সাইটে গিয়ে রেজিস্টার ও লগইন করতে হবে। ডাউনলোড অপশন কাজ না করলে রিইস্যুর আবেদন করে এনআইডি বের করতে হবে। রিইস্যু এর কারণ সমূহ: হারানো, নষ্ট, ঠিকানা পরিবর্তন। এর মধ্যে আপনি ঠিকানা পরিবর্তন অপশনটি সিলেক্ট করে নতুন আইডি তোলার জন্য রিইস্যু আবেদন করবেন।
ভোটার আইডি কার্ডের ঠিকানায় গ্রামের নাম ভুল হলে কি করবো?
ভোটারই আইডি কার্ডের গ্রামের বা অন্যান্য জায়গায় করণিক বা টাইপে ভুল হলে তথ্য-উপাত্তে মুদ্রনজনিত ভুল সংশোধনের আবেদন (ফরম-১) এবং ঠিকানা সম্পূর্ণ আলাদা হয়ে গেলে তথ্য-উপাত্ত সংশোধনের আবেদন (ফরম-২) ডাউনলোড করে পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ নির্বাচন অফিসে জমা করতে হবে। এরপর নির্বাচন অফিসে থাকে আপনার আবেদনটি অনলাইনে এন্ট্রি করা হলে একটি মেসেজ পাবেন। এর কিছুদিনের মধ্যে উপজেলা নির্বাচন অফিসার আপনার ভোটার ঠিকানা স্থানান্তরের আবেদনটি অনুমোদন করবেন। অনুমোদন হয়ে গেলে আপনার ফোনে একটি এসএমএস আসবে। তখন এনআইডির প্রোফাইলে লগইন করে রিইস্যু আবেদন করে অনলাইন হলে এনআইডি ডাউনলোড করা যাবে।
ভোটার আইডির ঠিকানা সংশোধন কোথায় করবো?
ভোটার আইডি বা জাতীয় পরিচয় পত্রের ঠিকানা সংশোধন উপরে উল্লেখিত ফরম পূরণ করে সংস্লিষ্ট কাগজপত্র বা ডকুমেন্টস সহ উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।