ঘরে বসে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করুন নিজেই! সহজেই NID এর নাম, জন্ম তারিখ, ঠিকানা সংশোধন করুন

অনলাইনে NID Correction করার সম্পূর্ণ প্রক্রিয়া - আবেদনের ধরণভেদে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগে? অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের সমস্যা ও সমাধান।
জাতীয় পরিচয় পত্র সংশোধন, এনআইডি সংশোধন, ভোটারই আইডি সংশোধন , নাম সংশোধন

ভোটার আইডি বা জাতীয় পরিচয় পত্র সংশোধন অনলাইনে করতে গিয়ে কি কি কাগজপত্র লাগবে? কিভাবে ভোটার আইডি সংশোধন (NID Correction) এর জন্য অনলাইনে আবেদন করবেন? জাতীয় পরিচয় পত্র সংশোধন হতে কত সময় লাগে? কত টাকা লাগে? আজ আমরা এনআইডি সংশোধনের আদ্যোপান্ত পদ্ধতি ও প্রক্রিয়া জানবো।

Table of Contents

জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় লিংক:

জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য প্রথমেই আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল রেজিস্ট্রেশন করে ইউজার ও পাসওয়ার্ড সেটআপ করতে হবে। পরবর্তীতে লগিন করে আবেদন ট্র্যাকিং ও  আইডি কার্ড ডাউনলোড করা যায়।
নির্বাচন কমিশনে প্রোফাইল রেজিস্ট্রেশন লিংক
নির্বাচন কমিশনে লগিনের লিংক

জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের ধাপসমূহ:

রেজিস্ট্রেশন এর পর পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রোফাইল ট্যাবে গিয়ে বিস্তারিত দেখতে পারবেন। সংশোধনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১: এডিট: এই ধাপে আপনার চাহিত সংশোধন অনুযায়ী এডিট করে পরবর্তী করুন।
ধাপ ২: ফী পেমেন্ট: এই ধাপে আবেদনের জন্য প্রয়োজনীয় ফী দাবি করবে। এবং তা মোবাইল ব্যাকিং এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। 
ধাপ ৩: প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি: স্ক্যান কপি JPG বা পিডিএফ ফরমেটে আপলোড করুন। 
ধাপ ৪: আবেদন রিভিউ ও ফাইনাল সাবমিট: চাহিত সংশোধন ও কাগজপত্র রিভিউ করে চূড়ান্ত সাবমিট করতে হয়।

ভোটার আইডির নাম, জন্মতারিখ, পিতা/মাতা/স্বামী/স্ত্রীর সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্রের তালিকা:

ভোটার আইডি সংশোধনের জন্য সাধারণত অনলাইন জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এমপিও শীট বা সার্ভিস বইয়ের কপি, কাবিন নামা, স্বামী/স্ত্রীর আইডি কার্ড, পিতা-মাতার আইডি কার্ড ও সন্তানদের আইডি কার্ড। 

অবশ্যই মনে রাখবেন, সংশোধনের ধরণ ও কারণ অনুযায়ী আবেদনে কাগজপত্রের সংযুক্তি আলাদা হয়ে থাকে। নিচের ছকে সংশোধনের প্রকৃতি অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস এর কি হবে তা দেয়া হলো:

প্রয়োজনীয় কাগজপত্রের ছক

প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিজের নাম সংশোধন  জন্ম তারিখ সংশোধন বাবার নাম সংশোধন মায়ের নাম সংশোধন স্বামী/স্ত্রীর নাম সংশোধন শিক্ষাগত যোগ্যতা সংশোধন রক্তের গ্রুপ সংশোধন/আপডেট
অনলাইন জন্ম নিবন্ধন সনদ ✔(আবশ্যিক) ✔(আবশ্যিক) ✔(আবশ্যিক) ✔(আবশ্যিক)
নুন্যতম JSC/SSC এর সনদ/মার্কশীট/এডমিট  ✔(যদি থাকে) ✔(যদি থাকে) ✔(যদি থাকে) ✔(যদি থাকে)
দুই নামের প্রত্যয়ন নামের আমূল পরিবর্তন/প্রযোজ্য ক্ষেত্রে
পিতার এনআইডি ✔(আবশ্যিক) ✔(আবশ্যিক)
মাতার এনআইডি ✔(আবশ্যিক) ✔(আবশ্যিক)
স্বামী/স্ত্রীর এনআইডি
ভাই-বোনের এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে
ছেলে-মেয়ের এনআইডি/জন্ম নিবন্ধন সনদ সন্তানদের প্রয়োজনে নিজের নাম সংশোধন প্রয়োজন হলে যুক্ত করতে পারেন সন্তানদের প্রয়োজনে স্বামীর নাম সংশোধন প্রয়োজন হলে যুক্ত করতে পারেন
ওয়ারিশ সনদ প্রযোজ্য ক্ষেত্রে
কাবিননামা/নিকাহনামা  ✔(আবশ্যিক)
তালাকনামা প্রযোজ্য ক্ষেত্রে
ছেলে/মেয়ের সার্টিফিকেট সন্তানদের প্রয়োজনে নিজের নাম সংশোধন প্রয়োজন হলে যুক্ত করতে পারেন সন্তানদের প্রয়োজনে স্বামীর নাম সংশোধন প্রয়োজন হলে যুক্ত করতে পারেন
প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন চাকুরী জনিত কারণে সংশোধন দরকার হলে চাকুরী জনিত কারণে সংশোধন দরকার হলে
ছাড়পত্র যাদের JSC/SSC নেই (যদি থাকে) যাদের JSC/SSC নেই (যদি থাকে)
মৃত্যু সনদ প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে
রক্তের গ্রুপ টেস্ট ✔(আবশ্যিক)
রেডিওলোজি টেস্ট আবেদনের পর বিশেষ প্রয়োজনে চেয়ে বসলে
অন্যান্য সকল শিক্ষাগত যোগ্যতার সনদ

আবেদন দাখিলের পর আবেদন এডিট এর কোনো সুযোগ থাকে না। তাই আবেদন সাবমিটের পূর্বে সকল বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। একান্ত ভুল হয়ে গেলে উপজেলা নির্বাচন অফিসারের শরণাপন্ন হোন। পরামর্শ ও আবেদনে সহযোগীতার জন্য এডমিনের সঙ্গে যোগাযোগ করুন

ভোটার আইডি সংশোধন ও কার্ড ডাউনলোড:

আবেদন দাখিলের পর কোনো কাগজপত্র  প্রয়োজন হলে মোবাইল এসএমএস ও এনআইডির প্রোফাইল স্ট্যাটাস এ একটি নোটিফিকেশন দেখাবে। আর সংশোধনযোগ্য হলে - "অভিনন্দন! আপনার সংশোধন আবেদনটি সংযুক্ত কাগজপত্র অনুযায়ী অনুমোদিত হয়েছে"।
অনুমোদন হয়ে গেলে নির্বাচন কমিশনের প্রোফাইলে লগিন করে ডাউনলোড বাটনে ক্লিক করলে NID এর পিডিএফ ডাউনলোড হয়ে যাবে।
জাতীয় পরিচয় পত্র সংশোধন হতে কত সময় লাগে?

জাতীয় পরিচয় পত্র সংশোধন হতে ১দি থেকে ৩ মাস পর্যন্ত লাগতে পারে। আবার এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে। দেরি হলে উপজেলা নির্বাচন অফিসারের কাছে গিয়ে অথবা ১০৫ এ কল দিয়ে আপনার আবেদনটি কোন ক্যাটেগরিতে আছে সেই অনুযায়ী সেই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে সরাসরি কথা বলতে পারেন।

জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কত টাকা ফি দিতে হয়?

সংশোধন ফরম পূরণ করে পরবর্তী ধাপে ফি পেমেন্ট অপশনে গিয়ে পরবর্তীতে ক্লিক করলে কতো ফি তা দেখাবে। এবং সেটা মোবাইল ব্যাংকিং এর পেমেন্ট অপশনে গিয়ে NID Service অপশন থেকে পেমেন্ট করতে পারবেন। উল্লেখ্য, ভোটার আইডি সংশোধন ফী ১১৫ টাকা থেকে শুরু করে ৫৭৫ টাকা পর্যতো হয়। আবেদনের ধরণ ভেদে ফী এর তারতম্য হয়। যেমন ধরুন, শুধু স্বামী/স্ত্রীর নাম, জন্ম সনদ নম্বর সংশোধনের ক্ষেত্রে ১১৫ টাকা ফী (Other Info Correction fee)। নাম, পিতা/মাতার নাম, রক্তের গ্রুপ, জন্ম তারিখ সংশোধন ২৩০ টাকা ফী (NID info Correction fee)। এআইডি প্রোফাইলের ভিতর জন্ম নিবন্ধন নম্বর পরিবতনের প্রয়োজনে হলে ২৩০ টাকা এর পরিবর্তে ৩৪৫ টাকা ফী দাঁড়াবে (Both info Correction Fee)। কিছু ক্ষেত্রে ২য় বার সংশোধন করতে গেলে ৫৭৫ টাকা ফি দিতে হয়।

জাতীয় পরিচয় পত্র সংশোধন আবেদনে ভুল হলে কি করবো?

এনআইডি সংশোধন আবেদনে ভুল হলে উপজেলা নির্বাচন অফিসারের সঙ্গে যোগাযোগ করুন।

আরো পড়ুন: কিভাবে ভোটার আইডির ঠিকানা পরিবর্তন করবেন?

একটি মন্তব্য পোস্ট করুন

এড ব্লকার Extention/Addon দেখা যাচ্ছে!
আপনার ব্রাউজারে বিজ্ঞাপন বা এড ব্লকার Extention বা Plugin ব্যবহার করছেন।
আসলে, বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আমাদের যা উপার্জন হয় তা আমাদের সাইটি চালানোর শক্তি ও উৎসাহ জাগায়। তাই অনুরোধ করছি, আপনার ব্রাউজারের Extention বা Addon থেকে আমাদের সাইটটি Whitelist করুন। ধন্যবাদ!