যে ৭ টি জায়গায় চুপ থাকা শিখতে হবে

কথা বলার চেয়ে চুপ থাকাটা বেশ কঠিন। কম কথা বলার অভ্যাস - সঠিক জায়গায় কথা বলা খুবই গুরুত্বপূর্ণ

আমাদের দেশে একটা প্রবাদ প্রচলিত আছে, বন্ধুকের গুলি আর কথা একবার ছুতে গেলে আর তা ফেরত আসে না।  একটি মানুষের প্রতিটি কথা, কথা বলার স্থান ও সময় এর উপর তার ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গি বোঝা যায়।  আপনি অনেক মিশুক এটা অনেক ভালো তবে নিজের সীমারেখা নিজেকে জানতে হবে। ভুল জায়গায়, ভুল কথা আপনার যেমন ব্যক্তিত্ব উপর প্রভাব ফেলে। তাই কোথায় কি বলতে হবে এবং কোথায় চুপ থাকতে হবে এসব বিষয়ে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ:

জেনে নিন যে ৭ টি জায়গায় চুপ থাকা শিখতে হবে:

১। চুপ থাকুন যেখানে আপনি পুরো ঘটনা জানেন না। 
২। আবেগপ্রবন অবস্থায় চুপ থাকুন। 
৩৷ রাগান্বিত হয়ে গেলে চুপ থাকুন। 
৪। কাউকে অপমান করে ফেললে চুপ থাকুন। 
৫। কারো বন্ধুত্ব নষ্ট করে ফেললে চুপ থাকুন।
৬। চুপ থাকুন যদি আপনি চিৎকার ছাড়া কথা বলতে না পারেন।
৭। চুপ থাকুন আপনার লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে।

উপরের প্রত্যেকটি ক্ষেত্রে চুপ থাকাটা সবার নিকট আপনার মূল্য বৃদ্ধি করবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

এড ব্লকার Extention/Addon দেখা যাচ্ছে!
আপনার ব্রাউজারে বিজ্ঞাপন বা এড ব্লকার Extention বা Plugin ব্যবহার করছেন।
আসলে, বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আমাদের যা উপার্জন হয় তা আমাদের সাইটি চালানোর শক্তি ও উৎসাহ জাগায়। তাই অনুরোধ করছি, আপনার ব্রাউজারের Extention বা Addon থেকে আমাদের সাইটটি Whitelist করুন। ধন্যবাদ!