জেনে নিন যে ৭ টি জায়গায় চুপ থাকা শিখতে হবে:
১। চুপ থাকুন যেখানে আপনি পুরো ঘটনা জানেন না।
২। আবেগপ্রবন অবস্থায় চুপ থাকুন।
৩৷ রাগান্বিত হয়ে গেলে চুপ থাকুন।
৪। কাউকে অপমান করে ফেললে চুপ থাকুন।
৫। কারো বন্ধুত্ব নষ্ট করে ফেললে চুপ থাকুন।
৬। চুপ থাকুন যদি আপনি চিৎকার ছাড়া কথা বলতে না পারেন।
৭। চুপ থাকুন আপনার লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে।
উপরের প্রত্যেকটি ক্ষেত্রে চুপ থাকাটা সবার নিকট আপনার মূল্য বৃদ্ধি করবে।